প্রেস বিজ্ঞপ্তি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ নভেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানার পৌরসভাধীন কামালনগর বৌ-বাজার এলাকায় কতিপয় ব্যক্তি ভারত থেকে চোরাই পথে ভারতীয় পাতার বিড়ি শুল্ক ফাঁকি দিয়া আনিয়া ক্রয়-বিক্রয় করিবার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা জেলার সদর থানার পৌরসভাধীন কামাল নগর বৌ-বাজার জনৈক মোঃ শহিদুল ইসলাম এর মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ মোফাখখের হোসেন (৩২), পিতা-মৃত আব্দুর রশীদ, ২।
মোঃ উজ্জল হোসেন (২৩), পিতাঃ মৃত আব্দুর রকিব দালাল, উভয়সাং-কাকডাঙ্গা, থানাঃ কলারোয়া, জেলা- সাতক্ষীরাদ্বয়কে ০২ টি বস্তার ভিতরে রক্ষিত ৯৫,৯২০ (পচানব্বই হাজার নয়শত বিশ) পিস ভারতীয় তৈরী পাতার বিড়ি, মোবাইল-০৩ টি এবং সিমকার্ড-০৪ টি সহ হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মামলা নং-৪৪, তাং-১৯/১১/২০২০ ইং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১) (বি) ধারা।