নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে “র্যাব সেবা সপ্তাহে” সাতক্ষীরায় হত-দরিদ্র ৩০০ জন শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। র্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা ক্যাম্পের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় সুন্দরবন ট্রেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত শীত বস্ত্র বিতরন করেন, র্যাব সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, র্যাব সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র ডিএডি এসএম ফরহাদ হাসান, নজরুল ইসলাম, জিয়াউল হক, মিজানুর রহমান, আব্দুর রহিম, এস.আই আলমাছ মিয়া, এস.আই রেজাউল করিম, সি.এস.আই সাইদুর রহমান, অফিস সহকারী ঝন্টু মিয়া প্রমুখ।
র্যাবের সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ জানান, জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে র্যাব সেবা সপ্তাহে সাতক্ষীরায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন, গাছের চারা রোপন, শীতবস্ত্র বিতরনসহ নানা কর্মসুচি হাতে নেয়া হয়েছে। যা চলমান রয়েছে।