প্রেস বিজ্ঞপ্তি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৯/০৪/২০২১ খ্রিঃ তারিখ ০১.৩০ ঘটিকায় সময় সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র্যাব-৬, সিপিস-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পশ্চিম কৈখালী এলাকা অভিযান চালিয়ে সাজা সিআর-২৮৯/১৮(শ্যামনগর), এসটিসি ৪৯৮/১৯, এন আই এ্যাক্ট এর ১৩৮ ধারা এর ৩,৬০.০০০/-(তিন লক্ষ ষাট হাজার টাকা জরিমানা সহ এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী হোসেন আলী মোড়ল (৫০), পিতাঃ ইমান আলী মোড়ল, সাং-পশ্চিম কৈখালী, থানাঃ শ্যামনগর, জেলাঃ সাতক্ষীরাকে গ্রেফতার করিতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করতঃ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।