নিজস্ব প্রতিবেদক: রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২৯তম অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারের লেক ভিউতে ক্লাব প্রেসিডেন্ট ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ গর্ভণর ইঞ্জিনিয়ার এম.এ ওহাব। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো, নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশরাফুজ্জামান নান্নু, ইব্রাহীম খলিল আল-জাহিদ পিনাক, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি নাজনীন আরা নাজু, ডিস্ট্রিক ৩২৮১ সেক্রেটারী জেনারেল আরিফ জেফাটিক, ডিস্ট্রিক সেক্রেটারী মাহবুব আলম, রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব সেক্রেটারি মো. মশিউর রহমান (বাবু), ডিস্ট্রিক এডিটর পিপি মাহমুদুল হক সাগর, পিপি ডা. সুশান্ত কুমার ঘোষ, আই পিপি সফিউল ইসলাম, পিপি ভুধর সরকার, হাবিবুর রহমান হবি, পিপি মাগফুর রহমান, পিপি সৈয়দ হাসান মাহমুদ, পিপি হাসিবুর রহমান রনি, মো. কামরুজ্জামান রাসেল, আশরাফুল করিম ধনি, মনিরুজ্জামান টিটু, আক্তারুজ্জামান কাজল, ওয়ালী উল্লাহ, রোটারিয়ান মো. আনিছুর রহমান, ট্রেজারার রোটারিয়ান মো. মিজানুর রহমান, এড. শাহনওয়াজ পারভীন মিলি, রোটারিয়ান শামীমা পারভীন রত্না, জেসমিন আক্তার চন্দন, শিমুন শামস্, আতাউর রহমান, নুর মোহাম্মাদ পার, আশাকুর রহমান আশা, মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ। সাতক্ষীরার ২৯তম অভিষেক অনুষ্ঠানে ২০২২-২৩ এর প্রেসিডেন্ট’র নিকট ২০২১-২২ এর প্রেসিডেন্ট দায়িতভার হস্তান্তর করেন। এসময় রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র নেতৃবৃন্দ ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব সেক্রেটারি মো. মশিউর রহমান (বাবু)।