নিজস্ব প্রতিবেদক, তালা: রোগ যন্ত্রনা সইতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে আব্দুল আহাদ আলী সরদার(৭৫) নামে এক বৃদ্ধ। আজ সোমবার (৩ জুলাই) সকালে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।নিহত বৃদ্ধ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার শাকদাহ গ্রামের মৃত নওয়াব সরদারের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার উপ- পরিদর্শক(এসআই) আব্দুর ছবুর জানান, আহাদ আলী দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। অসুখের যন্ত্রনা সইতে না পেরে ভোর রাত ৪.৪৫ মিনিটে বাড়ির পাশে একটি সবেদা গাছে গলায় রশি দিয়ে আত্মহননের ঘটনা ঘটান তিনি । পরে স্থানীয়রা বিষয়টি জানালে ঘটানাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।নিহতের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে ।