নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক গোলাম আজম এর রোগ মুক্তি কামনায় সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর চেম্বার অব কমার্সের নিজস্ব ভবনে চেম্বার সভাপতি নাছিম ফারুক খান মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শেখ কামরুজ্জামান মুকুল, পরিচালক কাজী মনিরুজ্জামান মুকুল, আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, মোঃ সহিদুল হোসেন, মোঃ মশিউর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়।