নলতা প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলাধীন রেডিও নলতা ৯৯.২ এফ এম এর সৌজন্যে রেডিও নলতার স্টুডিওতে ২৬ মার্চ বৃহস্পিবার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কমিউনিটি গণমাধ্যমে নারীর অন্তর্ভুক্তি অবস্থা ও অবস্থানে সমতা নিশ্চিতকরণ বিষয়ক বিশেষ টকশো “নারীর জন্য গণমাধ্যম” অনুষ্ঠান।
বিএনএনআরসি’র সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সিনিয়র প্রভাষক ও নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান (মহসিন), স্কুল শিক্ষিকা ও প্রেরণা নারী সংগঠনের পরিচালক শম্পা গোস্বামী এবং উপজেলার তরুণ নারী সাংবাদিক আশা মনি।
অনুষ্ঠানটির সার্বিক দিক নির্দেশনায় স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়ার। সঞ্চালনায় ছিলেন মামুন হোসাইন ও কারিগরি সহযোগিতায় ছিলেন সাব্বির হোসাইন। এছাড়া অন্যান্য সহযোগিতায় ছিলেন হিসাবরক্ষক আক্তারুজ্জামান পল্টু, রবিউল ইসলাম প্রমূখ।