
খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা ঘাটে ট্রলারে যাত্রী পারাপারের ভাড়া তিন টাকার পরিবর্তে পাঁচ টাকা ধার্য করার দাবিতে আগামী ০২ এপ্রিল অর্ধ দিবস কর্ম বিরতির ডাক দিয়েছেন ঘাট মাঝিরা। তাদের দাবি না মানলে পরবর্তীতে আরও বড় কর্মস‚চি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মাঝি সংঘের নেতৃবৃন্দ।
তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রম অধিদপ্তরের পরিচালক, রূপসা উপজেলা চেয়ারম্যান, রূপসা উপজেলা নির্বাহী অফিসার, নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খুলনা মহানগরীর ২২ নং ওয়ার্ড কাউন্সিলর বরাবর লিখিত আবেদন করেছেন।
ওই আবেদনে বলা হয়েছে, বর্তমানে দ্রব্য ম‚ল্যের উর্দ্ধগতি ও জীবন যাত্রার মান বাড়েছে। বাজারে জ্বালানি তেলের ম‚ল্যও বৃদ্ধি করা হয়েছে। তবে ঘাটের কোন টাকা বাড়ানো হয়নি। অবিলম্বে রূপসা ঘাটের যাত্রী পারপারের জন্য প্রতি জনের কাছ থেকে ৩ টাকার পরিবর্তে ৫ টাকা নিতে চান বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
রূপসা ঘাট মাঝি সংঘের সভাপতি রেজা ব্যাপারী বলেন, জ্বালানী তেলের ইঞ্জিন চালিত ট্রলার দিয়ে আমরা যাত্রী পারাপার করি। সরকার তেলের দাম বাড়ানোর ফলে যাত্রী পারাপারে আমাদের লোকসান হচ্ছে।
তিনি বলেন, আমরা বারবার প্রশাসনের কাছে গিয়ে কোন প্রতিকার পাইনি। তাই আগামী ০২ এপ্রিল অর্ধ দিবস কর্ম বিরতির ডাক দিয়েছি। দাবি না মানলে আগামীতে আরও আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।