প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১০:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২০, ১২:১২ পূর্বাহ্ণ
রাস্তায় ইট বালি রেখে গণউপদ্রব সৃষ্টির দায়ে সাতক্ষীরায় দুইজনের কারাদণ্ড
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় রাস্তার উপর ইট বালি রেখে জনগণের চলাচলে বাধা ও গণউপদ্রপ সৃষ্টির দায়ে দুইজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ জানুয়ারি) জেলা কালেক্টরেটের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোলের মৃত শেখ রইচ উদ্দিনের ছেলে শেখ রিয়াজুল করিম ও রাজার বাগানের মৃত মানাউল্লাহর ছেলে মোহাম্মদ আলী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, শহরের কাটিয়া ও সরকারি কলেজ মাঠের বিপরীতে রাস্তার উপর ইট বালি রেখে জনগণের চলাচলে বাধা ও গণউপদ্রপ সৃষ্টির এবং বার বার নিষেধ করা সত্ত্বেও একই অপরাধের পুনরাবৃত্তির দায়ে তাদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.