
অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে আজ শনিবার থেকে রাত আটটার মধ্যে উপজেলার সকল হাট বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও ওষুধের দোকান ছাড়া অনান্য দোকানপাট ও ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।
আজ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেস্ট্রেট নজরুল ইসলামের বরাত দিয়ে শহরে মাইকিং করে এই নির্দেশনা দেয় হয়। এতে বলা হয়, সম্প্রতি সময়ে বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে এ উপজেলায় প্রায় একশ লোককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কিন্তু হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজন নিয়ন-কানুন যথাযথভাবে না মানায় উপজেলায় সকল শ্রেণির জনগণের মধ্যে ভাইরাস সংক্রমণের হুমকি দেখা দিয়েছে।
তাই করোনাভাইরাসের বিস্তার রোধে আজ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ উপজেলার সকল হাটবাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও ওষুধের দোকান ছাড়া অনান্য দোকানপাট ও ব্যাবসা প্রতিষ্ঠান প্রতিদিন রাত আটটার মধ্যে বন্ধ করতে বলা হয়েছ। উক্ত আদেশ ভঙ্গকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এর আগে এই উপজেলায় সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের পাশাপাশি কমিউনিটি সেন্টার বন্দের নির্দেশ দেয়া হয় বলেও জানানো হয়েছে।