রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদকের ৭মামলার আসামী আবু বক্কর সিদ্দিক বাবু ওরফে খাটো বাবু(৫০)কে গাঁজাসহ আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে আটক করে। এঘটনায় রাতেই তার বিরম্নদ্ধে মাদক মামলা রম্নজু করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। বাবু উপজেলার বিষঘড়িয়া গ্রামের মৃত্যু আব্দুস সামাদের ছেলে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান,মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আবাদপুকুর বাজার এলাকা থেকে বাবুকে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ৩০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরম্নদ্ধে রাণীগর থানায় এপর্যন্ত্ম ৭টি মাদক মামলা রয়েছে।