নিজস্ব প্রতিবেদক, যশোর: গত বৃহস্পতিবার রাতে রাজগঞ্জ তেল পাম্পের সামনের রাস্তা থেকে এক ফল ব্যাবসায়ীর নগদ টাকাসহ মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিন জন ছিনতাইকারী মটরসাইকেলে এসে ফল ব্যবসায়ীকে ঠ্যাক দিয়ে গলায় ছুরি ধরে ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন পাড়ার ঘর জামাই শামিম রাজগঞ্জ ফল ভান্ডার থেকে বিভিন্ন প্রকার ফল ভ্যানে করে নিয়ে বিভিন্ন হাটে ও গ্রামে গঞ্জে বিক্রি করে বেড়ায়। ছিনতাইয়ের কবলে পড়া শামিম জানান, আমি প্রতিদিনের ন্যায় গত ২৬ আগস্ট বৃহস্পতিবার সকালে ঐ ফলের আড়ৎ থেকে ভ্যানে করে ফল নিয়ে হরিহরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফল বিক্রি করে সন্ধার দিকে খাটুরা বাজারে উঠি। বাজারে ফল বিক্রি শেষে রাত দশটার দিকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হই। পথিমধ্যে ভ্যানের চার্জ শেষ হয়ে যায়। সেখান থেকে আমি ভ্যান টানতে টানতে নিয়ে আসি। রাত আনুমানিক পৌনে এগারোটার দিকে হানুয়ার বটতলা পৌছালে পাশ থেকে কে বা কারা আমার গায়ে লাইট মা’রে। কোনকিছু না বুঝেই ভ্যান টেনে বাড়ির দিকে রওনা হই। রাজগঞ্জ বাজারে তেল পাম্প সংলগ্ন স্থানে আসতেই তিনজন লোক মটরসাইকেলে এসে আমাকে গতিরোধ করে। এরমধ্যে একজন আমার গলায় একটা ছুরি ঠেকিয়ে দেয়। অপর দুই জন আমার পকেটে থেকে ও শরীরে লুকিয়ে রাখা প্রায় ১৪ হাজার টাকা এবং একটা মোবাইল ফোন নিয়ে মোটরসাইকেলে উঠে ঘটনাস্থল ত্যাগ করে । ফল ব্যাবসায়ী আরো জানান, বাড়িতে পৌঁছে ছিনতাইয়ের ঘটনাটি শ্বশুর সহ বাড়ির সবাইকে ও ফল আড়ৎ মালিককে জানাই। এবিষয়ে ফল ব্যাবসায়ী শামিমের শ্বশুর বাবু বলেন, আমার জামাই গরীব মানুষ সে বাকিতে ফল কিনে নিয়ে বিক্রি করে যা লাভ হয় তাই দিয়ে সংসার চালায়। প্রতিদিন ফল বিক্রি করে গভীর রাতে বাড়ি ফেরে আজও কোথাও কোন অসুবিধা হয়না। অথচ বাজারে এসেই তার নিকট থেকে টাকা ও মেবাইল ছিনতাই হয়ে গেল। বিষয়টি নিয়ে রাজগঞ্জ ফল ভান্ডারের মালিক আব্দুর রউফ ও বিশ্বজিৎ সাথে কথা হলে তারা প্রতিনিধিকে জানান, শামিম সহ প্রায় ২০/২৫ জন আমাদের এখান থেকে ফল নিয়ে ভ্যানে করে বিভিন্ন এলাকায় বিক্রি করে বেড়ায়। আজ পর্যন্ত কোথাও কোন অসুবিধা হয়নি। কিন্তু বাজারের উপর থেকে টাকা ও মোবাইল ছিনতাই হয়ে গেলো। পুলিশ কে জানানোর বিষয় জানতে চাইলে তারা বলেন, সময় করতে পারেনি তাই কোন জিডি বা অভিযোগ এখনও করেনি। উল্লেখ্য চলতি মাসে একই স্টাইলে রাত সাড়ে নয়টার দিকে তিনজন ছিনতাইকারী মটরসাইকেলে এসে রামপুর জামতলা ক্রাইম পয়েন্টের অদুরে মনা নামের এক মাছ ব্যবসায়ীকে গতি রোধ করে গলাই ছুরি ধরে ছিনতাইয়ের চেষ্টা করে। এর কিছুদিন পর রাত ২ টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত দোদাড়িয়া মোড় সংলগ্ন মাহাবুরের ঘেরের রাস্তায় পিকআপ গাড়ী ট্যাক দিয়ে গাড়ীর চালক ও মালিক আজিজ খানের কাছ থেকে সাড়ে ১৩ হাজার টাকা নেয় এবং আজিজকে মাঠের ভীতরে ধরে নিয়ে যায়। সেখানে নিয়ে বেধড়ক মারপিট করে মাথা ফাটিয়ে দিয়েছিল।
এবিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর এসআই শহীদ তিতুমীর জানান, আমার বিষয়টি কেউ জানাইনি। তবে গত রাতে এক সাংবাদিক ফোন দিয়ে ছিনতাইয়ের ঘটনাটি বলছিল।