রাশেদ আলী, যশোর থেকে: যশোরের মনিরামপুর উপজেলা ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিমান্ত অ লে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজগঞ্জ পুলিশ ১ কেজি গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা অ ল থেকে গাঁজা নিয়ে খোরদো ব্রিজ পার হয়ে আসছে, এমন সংবাদ পেয়ে দুপুর ২ টার দিকে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আজমল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রামপুর কাছারিবাড়ীর গহর আলী সরদারের বাড়ির মসজিদ সংলগ্ন রাস্তায় অবস্থান নেন। এ সময় খোর্দ্দ ব্রীজ হয়ে আসা একটি ইজিবাইকের গতিরোধ করে পুলিশ। ইজিবাইকে বসা মহিলার কাছে থাকা ব্যাগের ভিতর কাপড়ে জড়ানো ও কালো টেপ দিয়ে প্যাচানো ১ কেজি ওজনের গাজার টোপলা উদ্ধার করে এবং মাদারীপুর জেলা- উপজেলার, মিঠাপুর গ্রামের ইউনুচ আলীর স্ত্রী মিনারা খাতুন(৪৮) কে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। একই সাথে ইজিবাইক ও তার চালক ও মালিক যশোর চাঁচড়া তসমীডাঙ্গা গ্রামের শামিমকে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। ইজিবাইক চালক শামিম জানায়, শুক্রবার সকালে যশোরের একটি দোকান থেকে রং নিয়ে সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারে দিতে যাই। মালামাল দিয়ে ফিরে আসার সময় খোর্দ্দ ব্রীজের এপার থেকে ঐ মহিলা আমার ইজিবাইকে ওঠে এবং বলে খেদাপাড়ায় যাবো। উল্লেখ্য আটক মিনারা খাতুন জানায়, গত ৪ মাস ধরে আমি যশোর শংকরপুর নিয়ামত আলীর বাড়িতে ভাড়াটিয়া রয়েছি। এ বিষয়ে ইনচার্জ ইন্সপেক্টর শহীদ তিতুমীর বলেন, গাজাসহ আটক মহিলার নামে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।