জাতীয় ডেস্ক:
রাঙামাটিতে বন্ধুর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হয়েছেন এক যুবক। নিহতের নাম মো. ইজাজুল হক রাব্বি (২৮)। শনিবার ভোর ৫টার দিকে শহরের বনরূপা ফরেস্ট কলোনী কবরস্থান সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছে ওই এলাকার প্রহরী মো. আমির হোসেন (৪০)। তবে এ ঘটনার মাত্র সাড়ে ৫ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামির নাম- মো. সেলিম মাহমুদ (৩৪)। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের নজুরবাড়ি মো. মাহমুদের ছেলে।
রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, ঘটনাস্থলের সিসি টিভির ভিডিও ও প্রত্যক্ষদর্শীর ভাস্যমতে পুলিশের চারটি দল অভিযানে নেমে। পরে বেলা সাড়ে ১১টার দিকে শহরের বনরূপা থেকে অভিযুক্ত আসামি মো. সেলিম মাহমুদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আসামিকে রাঙামাটি থানায় রাখা হয়েছে। রবিবার রাঙামাটি আদালতে হাজির করা হবে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তি রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।