
নিজস্ব প্রতিবেদক:
গতকাল সকাল ১১টায় চাঁদপুরের চৌধুরী বাড়ীর মোড় থেকে পঞ্চাশ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খুলনা জেলার রুপসা থানায় আরিফুল ও রফিকুলের কাছ থেকে অস্ত্রের মুখে এ টাকা ছিনিয়ে নেয় রহমত-ইয়াছিন গং।
আরিফুল সাতনদীকে জানায়, মহাজনপুর গ্রামের রহমত, ইয়াছিন, রেজাউর সহ ৫/৭জন এই ছিনতাই কাজে অংশ নেয়। এ সময় তার ভায়রাভাই রফিকুল ইসলাম তার সাথে ছিল। আরিফুল এও জানান, তার এক আত্মীয় পুলিশের সাব-ইন্সপেক্টর তাকে পরামর্শ দিয়েছেন মহাজনপুর গ্রামের রশিদ মেম্বরকে জানাতে। আসামীদের বাড়ী আশাশুনি থানার মহাজনপুর গ্রামে এবং ঘটনাস্থল সাতক্ষীরা সদর থানার চাঁদপুর গ্রামের চৌধুরী বাড়ী মোড়ে। পুলিশের এ্যডিশনাল আইজি এ্যাডমিন মাইনুর রহমান চৌধুরীর বাড়ীর পাশেই এ ঘটনা ঘটে।