
শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগরের রমজাননগরে সোরা মিনি সুন্দরবনের গাছ কেটে উজাড় করে দিয়েছে চোরাকারবারিরা৷ গত ১৯ আগষ্ট ২০২২ তারিখ গভীর রাতে সোরা গ্রামের ছাত্তার গাজীর ছেলে ইস্রাফিল, ইস্রাফিলের স্ত্রী নূরজাহান, ছফেদ আলী স্ত্রী রোকেয়া, নুরুল আলীর ছেলে শামসুর খা, রাজ্জাক গাজী মেয়ে সাহিদা, মোমিন মোল্ল্যার স্ত্রী টুরি বিবি, বাবলু গাজীর স্ত্রী রাশিদা, জহুর মোল্ল্যার স্ত্রী আনোয়ারা সোরা মিনি সুন্দরবনের গাছ কেটে বাড়িতে নিয়ে আসে৷ বিষয়টি ইউপি সদস্য আব্দুল্ল্যাহ আল-মামুন জেনে স্থানীয় চৌকিদার শফিকুল ইসলাম পাঠিয়ে কাজগুলো জব্দ করেন৷