আব্রাহাম লিংকন: শুক্রবার বিকাল ৪ টায় ভেটখালী বাজারে নয়াডাক অফিসে রমজাননগর ও কৈখালী রিপোটাস ক্লাবের কমিটি গঠন সংক্রানস্ত এক জরুরী সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালের চিত্র পত্রিকার শাহিন আলম। সভায় আহবায়ক কমিটির মোঃ হুমায়ুন কবির, মহসিন হুদা ও আলী মোরতোজা সংগঠনের গঠনতন্ত্র পেশ করে। উপস্থিত সদস্যদের ভেতর ভোটের মাধ্যমে দৈনিক সুপ্রভাতের নরুন্নবী ইসলাম সভাপতি ও দৈনিক কালের চিত্রের শাহিন আলম সাধারন সম্পাদক নির্বাচিত হয়। এছাড়া সহ সভাপতি পাদে আব্রাহাম লিংকন, রাকিবুল ইসলাম ও আলী মোরতোজা, সহ সাধারন সম্পাদক পদে শহিদুজ্জামান লিয়ন, কোষাধ্যক্ষ পদে আঃ কাদের, সাংগঠনিক সম্পাদক পদে আশিকুজ্জামান লিমন, মনির হোসেন, প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম, কাযকরী সদস্য পদে এমাম হোসেন, আলফাজ হোসেন ও রুহুল আমিন নির্বাচিত হয়। এ সময় নবগঠিত কমিটির কাছে আহবায়ক কমিটি দায়িত্বভার হস্তান্তর করেন।