
নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন ইয়ুথ ক্লাবের আয়োজনে ভেটখালী বাজারে জনসচেতনতা মূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল সকাল ১১ টায় ভেটখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইয়ুথ ক্লাব কর্তৃক জনসচেতনতা মূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, কৈখালী ইউনিয়ন ইয়ুথ ক্লাবের সভাপতি মো: আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, মো: রবিউল ইসলাম, রানা, সবুজ, রেকসানা, রেবেকা, রেহানা, উম্মে হাবিবা, খাদিজা সহ আরও অনেকে। অনুষ্ঠানে ভেটখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে র্যালি করা হয়। পরে জনসচেতনাতা মূলক আলোচনা করা হয়। সভাপতিত্ব করেন, রমজাননগর ইউনিয়ন ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মো: আল-আমিন হোসেন রানা। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেন, আব্দুল্ল্যাহ আল-মামুন।