আব্রাহাম লিংকন:
শ্যামনগর উপজেলার রমজাননগরে ঘরের তালা ভেঙ্গে দ‚র্ধষ চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ স‚ত্রে জানাগেছে, রমজানগরের নতুনঘেরী গ্রামের আতিয়ার গাইন বাড়িতে না থাকার কারনে গত ৭ জানুয়ারী ২০২২ তারিখে তার স্ত্রী ভানু বেগম অন্য ঘরে ঘুমালে গভীর রাতে কে বা কারা অন্য ঘরের তালা এবং ঘরের বাক্সের তালা ভেঙ্গে ১ টি স্বর্নের আংটি, ১ টি স্বর্নের চেইন, ১ জোড়া রুপার নুপুর, ১০ হাজার টাকা, ১ টি ২" পানি তোলা মোটর, ৮ পিছ শাড়ি, সিট কাপড় সহ মোট ৬৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
ভানু বেগম সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের সহ ঘরের মধ্যে বাক্সের তালা ভাঙ্গা এবং কোন জিনিসপত্র নেই। ভানু বেগমের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং বিষয়টি সম্পর্কে অবগত হয়।
এ বিষয়ে ৮ জানুয়ারী ২০২২ তারিখে শ্যামনগর থানায় ভানু বেগম নিজ বাদী হয়ে একটি অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা হিসেবে হুমায়ুন কবিরের কাছে দ্বায়িত্ব দেন অফিসার ইনচার্জ। তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবিরের সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন, অজ্ঞাতনামা অভিযোগ করেছেন, বাদী কাউকে যদি সন্ধেহ করে তবে তদন্ত প‚র্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।