
রমজাননগর প্রতিনিধি: শ্যামনগরের রমজাননগ ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে প্রতিদ্বন্দী প্রার্থী সাবেক চেয়ারম্যান আকবর আলী সাতক্ষীরার নির্বাচনী ট্রাইবুনালে ০১/২০১৭ নং মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে শুনানী চলছে। এমতাবস্থায় এই মামলার কয়েকটি আদেশ চ্যালেঞ্জ করে মামলার বিবাদী বর্তমান চেয়ারম্যান শেখ আল মামুন হাইকোটে ৮৭৩৯/১৯ নং রীট মামলা দায়ের করলে গত ২৭ আগষ্ট এক আদেশে সাতক্ষীরার নির্বাচনী ট্রাইবুনালের ০১/২০১৭ নং মামলার কার্যক্রম স্থগিত করেন। সাবেক চেয়ারম্যান আকবর আলী হাইকোটের এই আদেশে ক্ষুদ্ধ হয়ে সুপ্রিম কোটের আপীল বিভাগে ৭৬১/১৯ নং সি এম পি দায়ের করে। আপীল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকির চেম্বার জজ আদালত আজ শুনানী শেষে হাইকোটের আদেশ স্থগিত করেন। বাদী পক্ষে মামলাটি শুনানী করেন সুপ্রিম কোট বারের সেক্রেটারী এ্যাডঃ মাহবুব উদ্দীন খোকন ও বিবাদী পক্ষে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি আলতাফ হোসেন। বাদী পক্ষের আইনজীবি এ্যাডঃ মাহবুব উদ্দীন খোকন বলেন হাইকোটের আদেশ চেম্বার জজে স্থগিত হওয়ায় নির্বাচনী ট্রাইবুনালে মামলা চলতে আর কোন বাধা থাকলো না।