
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, জয়াখালী ফেরিঘাট এতিমখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি তারানীপুর গ্রামের মৃত হাতেম আলী গাজীর পুত্র মোঃ হায়াত আলী গাজী (৬২) আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন) । বৃহস্পতিবার রাত ১:৩০ টার দিকে শ্বাসকষ্ট জনিত কারনে তিনি মৃত্যুর বরন করেন । তিনি দীর্ঘ ৩৮ বছর রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন । বৃহস্পতিবার জোহরবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় । হায়াত আলী মৃত্যুকালে দুই স্ত্রী, দুই পুত্র, চার কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । তার অকাল মৃত্যুতে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগ সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।