আশাশুনি প্রতিনিধি: আসন্ন প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় আশাশুনি উপজেলায় সর্বমোট পরীক্ষার্থী ৪ হাজার ৭ শত ৬৬ জন। আগামী ১৭ নভেম্বর সারাদেশের ন্যায় আশাশুনিতে পরীক্ষা শুরু হবে।প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি ও মাদরাসার ইবতেদায়ী ৫ম শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রতি বছরের ন্যায় এবছর ১৭ নভেম্বর শুরু হবে। ২৪ নভেম্বর পরীক্ষা শেষ হবে। আশাশুনি উপজেলায় ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রগুলো হলো, কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদরাসা (ইবতেদায়ীসহ), দরগাহপুর স/প্রা বিদ্যালয় (ইবতেদায়ীসহ), বড়দল আফতাব উদ্দিন কলেঃ স্কুল, আশাশুনি সরকারি মা/বিদ্যালয়, মাড়িয়ালা মা/বি, পিএনএফ ধনীরাম মা.বি, বিছট নিউ মডেল মা/বি, প্রতাপনগর ইউনাইটেড একাডেমী মা/বি ও টেংরাখালী মা/বি। ইবতেদায়ী পরীক্ষা কেন্দ্র আশাশুনি আলিয়া মাদরাসা, চেউটিয়া এসজিএস মাদরাসা ও প্রতাপনগর আল আমিন মহিলা মাদরাসা। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩ হাজার ৮ শ’ ২৫ জন ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৯ শ’ ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে বলে জানা গেছে।