তুফান মনিরুল ইসলাম
কলা; তালা; দেব; কালি; শ্যাম; আশা ছয়,
সদর এক যোগ করে সাতক্ষীরা হয়।
কুল; মধু; সন্দেশ; চিংড়ি আর আম,
বাঘ মামা ডাক দিলে; কপালেতে ঘাম।
ধর্মের ভেদাভেদ; ভুলে থাকি সবে ভাই,
বাঁচি মোরা শিল্পে আর; সাংস্কৃতিতে ঠাঁই।
দেশের এক কোণেতে; সুন্দরবনেতে,
বেশ আছি আমরা; বলি জনে-জনেতে।
এ মাটিতে জন্মেছে খ্যাতিমান অনেকেই,
রতœগর্ভা তাই; বলি এই জেলাকেই।