গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক: জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য রওশন এরশাদের আশু রোগমুক্তি কামনায় গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ১৯ আগস্ট (বৃহস্পতিবার) বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামছুজ্জামান জামাল, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হুদা লিটন, পৌর জাতীয় পার্টির সভাপতি বাবু রতন সাহা, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য আব্দুর রশিদ, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজ নেতা সাদনান জামান, উপজেলা ছাত্র সমাজ নেতা উজ্জ্বলসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।