যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জ*খম ৷ কালিগঞ্জ পুলিশের খাঁচায় বন্দী শ্যামনগরে দেশ সোলারের পরিচালক মোকলেছুর রহমান কাজল ৷ গত ২০০৭ সালে কালীগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের মোহাম্মাদ আলী তরফদারের মেয়ে নাজমুন্নাহার (৩৮) সাথে একুই উপজেলার দত্তনগর গ্রামের মৃত বশির উদ্দীনের ছেলে মোকলেছুর রহমান কাজলের সাথে বিয়ে হয় ৷ দাম্পত্য জীবনে তাদের কন্যা সন্তান সুরাইয়া মোকলেস ইশরা (১৪) ও পুত্র সন্তান নাফিস ইকবাল ইশান (১১) জন্মগ্রহন করে। বিবাহের পর থেকে কাজল যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে নাজমুন্নাহারকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। নাজমুন্নাহারের বাবা কাছে চাওয়া হয়েছিলো ২০ লাখ টাকা ৷ তার বাবা অস্বীকার করলে শারিরীক অত্যাচার করা হতো নাজমুন্নাহারকে ৷
এজাহার সূত্রে জানাগেছে, ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর অনুমান ২টার সময় বাড়িতে গিয়ে নাজমুন্নাহারের কাছে ২০ লাখ টাকা চাইলে তার বাবা দিতে পারবে না বললে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ৷ তাদের ছেলে এবং মেয়ে ঠেকাতে আসলে তাদেরকেও বেধড়ক মারপিট করে ৷ রক্তাক্ত অবস্থায় নাজমুন্নাহার তার বাচ্চাদের নিয়ে কালীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় কালীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়৷ এ বিষয় কালীগঞ্জ থানায় কাজল সহ ২য় স্ত্রী ও বোনকে আসামি করে নাজমুন্নাহার একটি মামলা দ্বায়ের করেন ৷ যার নং-৯/২৫ ৷ পরবর্তীতে কালীগঞ্জ থানায় পুলিশ কাজলের বাড়ি থেকে কাজলকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেন ৷
শ্যামনগর ভাড়া বাড়ির মালকিন জানান, কাজল একাধিক বিয়ে করে বিভিন্ন স্থানে রেখেছে ৷ গত কয়েকদিন ধরে নাজমুন্নাহারকে বেদম মারপিট করে আসছিলো ৷ ঘটনার দিন ঠেকাতে গিয়ে বাড়ির মালকিনও আহত হোন ৷