প্রেস বিজ্ঞপ্তি: সদর উপজেলা ডিজিটাল কর্ণারে যুব নেতৃত্বে¡ কারিগরি শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) সকাল ১০ টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে¡ যুব ও নারী বান্ধব জনসেবা বিশেষত কারিগরি শিক্ষা/ স্বাস্থ্য/ স্থানীয় সরকার ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের সাথে এডভোকেসি সভায় সভাপতিত্ব করেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, মেডিকেল অফিসার রাহুল দেব রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা ইয়ূথ হাবের কো-অর্ডিনেটর, মাসুদ রানা।