প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলায় ব্রক্ষরাজপুর ইউনিয়নের শাল্যে, মাছখোলায় স্থানীয় যুব কৃষকদের জৈব ও ভার্মি কম্পোষ্ট সার তৈরী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় সদর উপজেলার ব্রক্ষরাজপুর ইউনিয়নের শাল্যে, মাছখোলায় স্থানীয় ২৫ জন যুব কৃষকদের জৈব ও ভাার্মি কম্পোষ্ট সার তৈরী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি মো. মনির হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা। জৈব সার হল এমন একটি সার যা জৈব কম্পোষ্ট, গবাদী পশুর সার, হাঁস মুরগীর বিষ্ঠা এবং গার্হস্থ্য নর্দমাসহ জৈব উৎস থেকে প্রাপ্ত। জৈব সারের অনেক উপকারিতা আছে। এই সার কার্বন-ভিত্তিক যৌগ যা উদ্ভিদের উৎপাদনশীলতা এবং বৃদ্ধির গুনাগুন বাড়ায়। বেশিরভাগ জৈব সার স্থানীয়ভাবে বা খামারে প্রস্তুত করা যেতে পারে। জৈব সার ব্যবহারে নিশ্চিত করে যে উৎপাদিত খাদ্য সামগ্রী ক্ষতিকারক রাসায়নিক মুক্ত। ভার্মি কম্পোষ্ট হল এমন একটি প্রক্রিয়া যেখানে কেঁচো জৈব পদার্থকে হিউমাসের মতো উপাদানের রুপান্তর করতে ব্যবহৃত হয় যা ভার্মি কম্পোষ্ট নামে পরিচিত। সারা বিশে^র বেশ কয়েকজন গবেষক দেখেছেন যে ভার্মি কম্পোষ্টে পুষ্টির প্রোফাইল সাধারনত ঐতিহ্যবাহী কম্পোস্টের চেয়ে বেশি। প্রকৃতপক্ষে, ভার্মিকম্পোষ্ট মাটির উর্বরতা শারিরিক, রাসায়নিক এবং জৈবিকভাবে বৃদ্ধি করতে পারে। প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের ফলে আমরা কি কি ক্ষতির সম্মুখীন হই সে বিষয়ে আলোচনা করা হয় এবং জৈব ও ভার্মিকম্পোষ্ট সার তৈরীর কৌশল সমুহ ও ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ইয়ূথ ফেলো সাকিব হোসেন ও যুব সংঘের সদস্যবৃন্দ।
যুব কৃষকদের জৈব ও ভার্মি কম্পোষ্ট সার তৈরী বিষয়ক প্রশিক্ষণ
পূর্ববর্তী পোস্ট