জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়িতে যুবলীগ নেতার পিটুনিতে মেহেদী হাসান মানিক (৩০) নামে এক যুবলীগকর্মী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত ওই যুবলীগকর্মী বর্তমানে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়েছে।
মামলা ও আহত ওই যুবলীগকর্মীর পরিবার সূত্রে জানা যায়, ফেসবুকে করা মন্তব্য ও পূর্বশত্রুতার জের ধরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন তাঁতী লীগের সাবেক আহ্বায়ক, বর্তমান ইউনিয়ন যুবলীগকর্মী মেহেদী হাসান মানিকের সঙ্গে একই ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণের কথা কাটাকাটি হয়।
পরে ওই ঘটনার জের ধরে নিপুণ গত বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে মানিককে সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় আল মদিনা মার্কেটের সামনে তার নিজের অফিসে নিয়ে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। আহত অবস্থায় তাকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। ওই ঘটনার পরদিন খবর শোনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মানিকের বাবা টুকু মোল্লা।
মানিক জানান, ফেসবুকের মন্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি নিয়ে সৃষ্ট ঘটনার জের ধরে হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার একটি হাঁটুর হাড় ভেঙে ফেলেছে। ঘটনাটি প্রথমে তার বাবাকে জানানো হয়নি। কিন্তু ঘটনার পরদিন বিষয়টি জানার পনেরো মিনিটের মধ্যে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার দাবি, তাকে পিটিয়ে আহত করার খবর পেয়েই তার বাবা মারা গেছেন।
অভিযুক্ত হানিফ মোহাম্মদ নিপুণ জানান, তাকে নিয়ে ফেসবুকে করা বিভিন্ন অপপ্রচার নিয়ে ঘটনার দিন মানিকের সঙ্গে সামান্য কথাকাটাকাটি হয়। পরে মোটরসাইকেলে করে দ্রুত পালানোর সময় পড়ে গিয়ে তিনি ব্যথা পেয়ে থাকতে পারেন। তাকে পেটানোর কোনো ঘটনা ঘটেনি।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জয় সরকার জানান, মানিক নামের ওই রোগীর পায়ে প্লাস্টার দেওয়া হয়েছে। রেডিওলজি রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।