সাতনদী ডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস পরশ। আর নতুন সাধারণ সম্পাদক হয়েছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সভাপতি মাইনুল হোসেন খান নিখিল।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম দলের কাউন্সিল অধিবেশনে চেয়ারম্যান পদে শেখ পরশের নাম প্রস্তাব করেন। সমর্থন করেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। আর মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
শেখ ফজলে শামস পরশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কালরাতে শেখ ফজলে শামস পরশের বাবা-মাও শহীদ হয়েছিলেন। তার ছোট ভাই ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনের এমপি। আর মাইনুল হোসেন খান নিখিল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক কমিটির সভাপতি ছিলেন।
শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করেছেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১১টায় এ কংগ্রেস উদ্বোধন করেন তিনি। সম্মেলনের শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। পরে প্রধানমন্ত্রী পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
ভিন্ন প্রেক্ষাপটে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যুবলীগের সম্মেলন। এর আগে ক্যাসিনো, মাদক, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয় সংগঠনটির সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে।