নিজস্ব প্রতিদেক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম‚র্যালের গেটের সামনে খেটে খাওয়া ও দুঃস্থ রোজাদারদের এ ইফতার সামগ্রী বিতরন করা হয়।
সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, সাবেক ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম রেজা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, আক্তারুজ্জামান মহব্বত, প্রমুখ।
সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান এসময় বলেন, যুবলীগের চেয়াম্যান দেশের যুবসমাজকে একত্রিত করে মানবতার সেবায় ব্রতী করতে দিকনির্দেশনা দিয়েছেন। একটি সময় এ সংগঠনের ভাবম‚র্তি ক্ষুন্ন হয়েছিলো। এ সংগঠনের ভাবম‚র্তি, অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির পুত্র শেখ ফজলে শামস পরশ আজ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা যুবলীগ চলমান কর্মস‚চি উদ্বোধন করবো। আজ থেকে প্রতিদিন আমরা বিভিন্ন পয়েন্টে আমরা খেটে খাওয়া, দুঃস্থ মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা করে যাব।
যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
পূর্ববর্তী পোস্ট