সাতনদী অনলাইন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয়/জেলা/মহানগর/উপজেলা/পৌরসভা/ওয়ার্ড/ইউনিয়ন নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকায় “স্থানীয় জনপ্রতিনিধি” নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা সহ অন্যান্য সহযোগীতামূলক কাজ করার জন্য বাংলাদেশ আওয়ামী যবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এই নির্দেশ প্রদান করেছেন।
যদি যুবলীগের কোন নেতা / নেতৃবৃন্দ নৌকা প্রতীকের বিপক্ষে প্রার্থী হয় বা প্রচার-প্রচারণায় অংশগ্রহন করে তাহলে সেই নেতা / নেতৃবৃন্দের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মঙ্গলবার (৫ জানুয়ারী) এ তথ্য জানিয়েছে।