
রাজনীতি ডেস্ক:
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে পুলিশ আটক করায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বুধবার বিকেলে ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। প্রায় পাঁচ শতাধিক নেতৃবৃন্দের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে মৎস্য ভবন থেকে বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিস। পার্টি অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।