
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের এক যুগ পূর্তি উপলক্ষে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে ‘মা’ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
রবিবার (১ আগস্ট) রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপির কার্যালয়ে ‘মা’ ফাউন্ডেশনের এক যুগ পূর্তি উপলক্ষে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ‘মা’ ফাউন্ডেশন ২০০৯ সাল থেকে আত্মমানবতার সেবায় অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণে কাজ করে এক যুগ পূর্তি পালন করায় ‘মা’ ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এমপি রবি বলেন, মানবতায় বড় ধর্ম। ‘মা’ ফাউন্ডেশন অসহায় মানুষদের স্বাবলম্বী করতে ভ্যান, সেলাই মেশিন, পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনসহ বিভিন্ন জনকল্যাণমূখি কাজ করায় সংগঠনটিকে সাধুবাদ জানান। এসময় ‘মা’ ফাউন্ডেশনের আরো বেশি সফলতা ও সমৃদ্ধি কামনা করেন এমপি রবি। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।