প্রেস বিজ্ঞপ্তি: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কিউবান দূতাবাসে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির সভাপতি কমরেড শাহ আলম এবং সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, “২৪ সেপ্টেম্বর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে কূটনৈতিক এলাকায় কিউবান দূতাবাসে এই সন্ত্রাসী হামলা বিরাট উদ্বেগের বিষয়। এর আগেও যুক্তরাষ্ট্রে কিউবান দূতাবাসে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে এবং মার্কিন সরকার সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে পারেনি। সিপিবি মনে করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মতামতকে উপেক্ষা করে সমাজতান্ত্রিক কিউবার প্রতি মার্কিন সরকার যে হিংসা ও বিদ্বেষের নীতি গ্রহণ করেছে এই হামলা তারই পরিণতি মাত্র। যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন সরকার সারা দুনিয়ায় গলা ফাটিয়ে আওয়াজ দিয়ে বেড়ায়। আজ নিজ দেশে কেন তারা সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারছে না? এর জবাব মার্কিন সরকারকে দিতে হবে।”
সিপিবি নেতৃবৃন্দ অবিলম্বে কিউবান দূতাবাসে সংঘটিত এই সন্ত্রাসী হামলার সঠিক তদন্ত এবং হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার জন্য মার্কিন সরকারের নিকট জোর দাবী জানিয়েছেন।
সিপিবি নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের জনগণ সর্বদাই কিউবান জনগণের পাশে আছে। কিউবার জনগণও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে এদেশের পাশে ছিল। তাই সিপিবি এই হামলার আনুষ্ঠানিক নিন্দা জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতিও দাবী জানাচ্ছে।