সোহাগ হোসেন, শার্শা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ১ আসনে আ.লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৪ জন। দলীয় সূত্রে জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই নড়ে-চড়ে বসতে শুরু করেছে। দেশের সীমান্তবর্তী যশোর-১ আসনে টানা তিনবারের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবারও দলীয় মনোনয়ন প্রত্যাশী। পাশাপাশি দলীয় বিভাজনের সূত্র ধরে মাঠে রয়েছেন বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও যশোর জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন। এছাড়া দলীয় মনোনয়নের জন্য মাঠে নেমেছেন নতুন মুখ কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাজমুল হাসান ও যশোর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক মুজিবুদ্দৌলা সরদার কনক। একাধিক সূত্র জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আ.লীগের সম্ভাব্য প্রার্থীরা প্রায় বছর খানিক ধরে শার্শা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার গ্রাম, পাড়া, মহল্লা ও হাট বাজারে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন। সাধারণ ভোটাররা চান এবার এই আসনে ক্লিন ইমেজের নতুন মুখ আসুক, কয়েকজন প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সাধারণ জনগণের সাথে যার ভাল সম্পর্ক আছে ও দলীয় কর্মকান্ডে যার অবদান বেশি রয়েছে তাকে প্রার্থী করা হোক।
যশোর ১ আসনে নৌকা মাঝি হতে চান ৪ জন
পূর্ববর্তী পোস্ট