রাশেদ আলী, যশোর থেকে: যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নামটি জেলা ব্যাপী আলোচনার শীর্ষস্থানে রয়েছে। একটাই কারন যশোর জনগনের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এই টিমের সকল সদস্যরা। তারই ফলস্বরুপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর গত মার্চ২০২২ সালে বিভিন্ন থানায় সাধারন ডায়েরীভুক্ত ৩৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ০৭ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ৮৯,৪৬০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। হ্যাকিংকৃত ১৬ টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। নিখোঁজ ০৩ জন ভিকটিমকে উদ্ধারে সহায়তা এবং চচঈ এধষষধৎু অঢ়ঢ় ব্যবহার করে যশোর জেলার অভয়নগর থানা এলাকার ২৫ জন ভিকটিমের নিকট থেকে ৭২,০০০০০/- টাকা প্রতারনা মুলক ভাবে আত্মসাৎ করেছে।
উক্ত ঘটনা সংক্রান্তে অভয়নগর থানা মামলা নং ০৬ তারিখ-০৮/০৩/২০২২ রুজু হয়। উক্ত মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ,যশোর এ কর্মরত এসআই (নিঃ) সুকল্যাণ বিশ্বাস উক্ত ঘটনার সাথে জড়িত আসামী ১। নুর মোহাম্মদ(৩৫), পিতা-মৃত শফি সরদার , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বানিয়ার গাতী, ২। রিপন কুমার বিশ্বাস(৩২), পিতা-দীন বন্ধু বিশ্বাস , ঠিকানা: স্থায়ী: গ্রাম- তরফ নোয়াপাড়া (স্কুলপাড়া) ৩। মোঃ আল আমিন(২৮), পিতা-মোঃ বাবুল হোসেন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- নরেন্দ্রপুর, ৪। আজগার আলী(৪২), পিতা-তৌহিদ আলী , ঠিকানা: স্থায়ী: গ্রাম- ভেকুটিয়া, ৫। নাসিম আল সবুজ(২২), পিতা-মৃত হাবিবুর রহমান , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বানিয়ার গাতী, সর্ব উপজেলা/থানা- কোতয়ালী, জেলা- যশোর দের গ্রেফতার করেছে। আসামীদের নিকট থেকে জব্দকৃত ০৭ টি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য সাইবার ফরেনসিকে প্রেরন করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।