
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: অসুস্থ যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস ইসলামের সুস্থতা কামনায় মণিরামপুরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আছরবাদ মুরগীহাটা জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক ছাতনেতা জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী বিল্লাল হোসেন, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মিকাইল হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনামুল হোসেন, নুরু ইসলাম, কলেজ ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান মিঠু, যুগ্ম আহবায়ক রাকিব, এনামুল ইসলামসহ ছাত্রদলের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মুরগীহাটা মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম হোসেন।