
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগর উপজেলার আড়পাংশিয়া গ্রামের নিতাই মন্ডল এর পুত্র দেবদাস মন্ডল (২৯) বৃহস্পতিবার ভোর ৬ টায় সময় যশোর চুয়াডাঙ্গা মহেশপুর সড়কে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। নিহত দেবদাস মন্ডল চুয়াডাঙ্গা ব্র্যাক ব্রাঞ্চের মাঠ কর্মী হিসাবে কর্মরত ছিল। পূজার ছুটিতে তার নিজস্ব মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় দেবদাস। চুয়াডাঙ্গা মহেশপুর সড়কে ঘাতক ট্রাক বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর শোনার পর এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।