নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে গোয়েন্দা পুলিশের পৃথক দুটি অভিযানে ফেনসিডিল উদ্ধার সহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।
ডিবির এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই(নিঃ) নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সসহ রবিবার (৮ আগষ্ট) সন্ধা ৬ টার দিকে চৌগাছা থানা এলাকায় অভিযানে চৌগাছা থানাধীন ফুসারা নিকস্থ নিমতলা বাজার টু জামতলাগামী রোডের সজল উদ্দিনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী শেখ মোঃ নাদির উর জামান নাদির(৪২) কে ২০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ৬ টা মাদক মামলা রয়েছে। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
অন্যদিকে রবিবার (৮ আগষ্ট) ডিবির এসআই (নিঃ) মোঃ ইদ্রিসুর রহমান, এসআই (নিঃ) লিটন কুমার মন্ডল, এএসআই (নিঃ) আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সসহ যশোর বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনায় রাত সাড়ে আটটার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ৩ নং পৌর ওয়ার্ডের বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারের সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সুরুজ মিয়া (২৫) ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) লিটন কুমার মন্ডল বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।