যশোরের ঐতিহ্যবাহী আবদুল বারী উচ্চ বিদ্যালয়ের ৮৩ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার বেলা দশটায় বারীনগর বাজারে প্রাক্তন শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়...(তথ্য বিবরণী)। হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রৌকশলী কাজী মোঃ ফেরদাউস, সাবেক প্রধান শিক্ষক নন্দ দুলাল রায়, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সুজাউদ্দিন, সাবেক চেয়ারম্যান আবদুল বারী, মনোরঞ্জন বিশ্বাস, প্রধান শিক্ষক আসাদুজ্জামান,সাবেক প্রধান শিক্ষক রাসেদ আলী, যশোর জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা, কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ক শফিকুল ইসলাম, মাহবুবা সুলতানা, কালীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ক ডঃ মাহবুবর রহমান, নজরুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।