ক্ষমতার দাপটে গড়ে তুলেছে সন্ত্রাসী বাহিনী;
নেওয়া হচ্ছে দলীয় ব্যবস্থা;
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার নলবুনিয়া বিলে মাছের ব্যবসায়ী মৎস্যজীবী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে তালা থানায়। হত্যাকান্ডে জড়িত থাকায় তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে মামলার প্রধান আসামী করে তিনজনের নামে এ মামলা নথিভুক্ত হয়েছে। মামলা নং ৭। এ ঘটনায় দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি।
মামলার অপর আসামীরা হলেন, তালা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তালা সদরের বারুইহাটি গ্রামের মেসলেম শেখের ছেলে তুহিন শেখ (৩০) ও একই গ্রামের মশিয়ারের সহযোগী রনি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে সেলিম নিকারী বাদী হয়ে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার প্রধান আসামী সরদার মশিয়ার রহমানকে রাতেই আটক করা হয়। মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার অভিযান চলছে। মামলা নং ৭, তারিখ ১৮/৮/২০ ইং। ধারা ৩২৩, ৩০২ ও ৩০৭ দন্ডবিধি।
এদিকে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ছেলে সেলিম নিকারীকে বাঁচাতে গিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার সহযোগীদের হামলার স্বীকার হন লুৎফর নিকারী। তাদের পিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন মাছ ব্যবসায়ী লুৎফর নিকারী। পিটিয়ে হত্যার এ ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তালা উপশহরে। জেয়ালা নলতা এলাকার হাজার হাজার গ্রামবাসী হত্যাকারীদের ফাঁসির দাবিতে তালা উপশহরে মিছিল, বিক্ষোভ ও থানা ঘেরাও অব্যাহত রেখেছে। তোপের মুখে বেলা একটার দিকে হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।
তালা সদরের জেয়ালা নলতা গ্রামের নিহত লুৎফর নিকারীর ছেলে হত্যা মামলার বাদী সেলিম নিকারী জানান, রাতে সরকারি খালে মাছ ধরছিলাম। পাশেই ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মাছের ঘের রয়েছে। সরকারি খালে মাছ ধরার সময় সন্ত্রাসী মশিয়ার, রনি ও তুহিন ধরে মারপিট শুরু করে। মশিয়ার গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। এমন সময় আবার বাবা ঘটনাস্থলে গেলে তাকেও মারপিট করে অচেতন অবস্থায় ফেলে যায়। গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে। আমি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছি।
গ্রামবাসী জানান, সরদার মশিয়ার একজন চিহ্নিত সন্ত্রাসী। অস্ত্র নিয়ে চলাফেরা করেন। তার ক্যাডার বাহিনীর সদস্য তুহিন শেখ একজন মাদক ব্যবসায়ী। ক্ষমতার দাপটে গড়ে তুলেছে সন্ত্রাসী বাহিনী। আমরা এই বাহিনীর হাত থেকে বাঁচতে চাই। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।
এই হত্যাকান্ডের ঘটনায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ জানান, সরদার মশিয়ার রহমান তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক পদে রয়েছে। হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছি। আমরাও খোঁজখবর নিচ্ছি। দলীয়ভাবেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।