
আব্রাহাম লিংকন: জীবন্ত লিজেন্ড মোশারফ করিম কে নিয়ে নাটক নির্মান করছেন।খুলনা, সাতক্ষীরা,শ্যামনগর ভেটখালীর সন্তান মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। নাটকটির নাম “তুই” রচনা ও পরিচালনা – মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। প্রযোজনা – এন আর মিডিয়া।
নাটক প্রসঙ্গে নির্মাতার সাথে কথা হলে তিনি বলেন। নাটকের গল্পে মোশারফ করিমের জন্ম সাতক্ষীরা জেলা শ্যামনগর থানার ভেটখালী গ্রামে।সে ঢাকার একটা কর্পোরেট অফিসে পিয়নের চাকুরী করে। কিন্তু তার গার্লফ্রেন্ড যে কিনা তার বয়েসের অর্ধেক, তাকে মিথ্যা কথা বলে পুটায়ে ফেলে। বলে, আমি অফিসের বড় ম্যানেজার।ভেটখালী আমার ছোট ভাই ফারান উদ্দিনের দু শ বিঘা বাগদা চিংড়ির ঘের আছে এবং আমার বড় ভাই কাকড়া বিল্লালের বিরাট বড় কাকড়ার প্রজেক্ট আছে । বাড়ীর সামনে কেউড়া গাছে মধুর চাক।আমার আব্বা ঘটি নিয়ে চাকের নিচে দাঁড়িয়ে থাকে সেই ঘটিতে মধু আপন ইচ্ছায় স্রোতের মত পড়ে, ঢাকা সহ বর্হবিশ্বে সেল হয়।বাকি ইতিহাস আপনারা নাটক দেখে উপলব্ধি করতে পারবেন।
নাটকটি অভিনয় করছেন- মোশারফ করিম, তাসনুভা তিসা, আহসান কবির, আইরিন তানি, সাবিনা রনি, খান রোশনি,শামীম আহমেদ, পারভেজ সুমন, জাবেদ গাজী, অনুভব মাহবুব, অভি, রায়ান রানা, রবিন, পলাশ, খলিল, শিলা,সাকিল প্রমুখ।

