জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আগামী ২৭মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতক্ষীরার শ্যামনগওে আসছেন। এসময় তিনি ঈশ্বরীপুরে ঐতিহাসিক যশোরেশ্বরী কালিমন্দির পরিদর্শন ও পূজা অর্চনা করবেন বলে জানান সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।
তিনি জানান, মোদিও সফরকে ঘিওে শ্যামনগওে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে ভারতীয় হাইকমিশনার অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ও সেদেশের গোয়েন্দা সংস্থা মন্দিও এলাকা রেকি করে গেছেন। বাংলাদেশের উচ্চ পদস্থ গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, গোয়েন্দা পুলিশ (ডিবি), ডিএসবি ও র্যাব এলাকাটি সার্বক্ষনিক নজরদারিতে রেখেছেন। মন্দিও এলাকায় বসবাসরতদের ভোটার তালিকা সংগ্রহ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মন্দিরের অবকাঠামো, রাস্তাঘাট নির্মাণ ও বিদ্যুৎ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন কওে চলেছেন সংশ্লিষ্টরা। তিনটি হেলিপ্যাড নির্মাণের কাজ শেষ পর্যায়ে। খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি, বিভাগীয় পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. খন্দকার মহিত উদ্দীনসহ জেলার উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তাগণ মন্দির এলাকা পরিদর্শন এবং সার্বিক কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা করেছেন। বিভাগীয় কমিশনার চলমান কাজের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং যথা সময়ের পূর্বে প্রয়োজনীয় কাজ শেষ করতে নির্দেশ দেন। জেলা পুলিশের পক্ষ থেকে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার।