নিজস্ব প্রতিবেদক: ঔষধের ফার্মেসীতে বসেই শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরিচয় দিয়ে রোগী দেখছেন মো. আবু সাঈদ। সাতক্ষীরা জেলা পরিষদের পশ্চিম পাশে মেসার্স মঞ্জুয়ারা ফামের্সীর স্বত্বাধিকারী মো. আবু সাঈদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। এব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জনসহ সংশ্লিদের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী। স্থানীয়রা জানান, ডা. আজিজুর রহমানের ক্লিনিকের পাশে মেসার্স মঞ্জুয়ারা ফামের্সীতে শুধুমাত্র শিশুদের ঔষধ বিক্রয় করা হয়। বর্তমানে এই ফার্মেসীর মালিক শিশুদের ডাক্তার হিসেবে ঔষধ লিখে দিচ্ছে। জ¦র বা যে কোন সমস্যায় তার কাছে গেলেই এন্টিবায়োটিক ঔষধসহ কয়েকটি সিরাপ দেন। তবে অধিকাংশ শিশুরা তার দেওয়া ঔষধে সুস্থ হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকার সচেতন মহল। প¦ার্শবর্তী একজন ফার্মেসী ব্যবসায়ী জানান, প্রতিদিন বিকাল ৪টা থেকে রোগি দেখে। যে কোন ব্যক্তি শিশুকে নিয়ে যদি বলেন ২/৩ দিন জ¦র। সাথে সাথে সে এন্টিবায়োটিক ঔষধসহ ইনজেকশন দিয়ে দিচ্ছে। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে সাংবাদিকদের উপর চড়াও ওয়ে ওঠে এবং অভিযোগ অস্বিকার করে বলেন, আমার সকল কাগজপত্র ঠিক আছে।