জাতীয় ডেস্ক:
দেশের প্রথম আধুনিক নগর গণপরিবহন মেট্রোরেলের (এমআরটি-৬) ‘উত্তরা সেন্টার’ স্টেশন চালু হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে মেট্রোরেলের চতুর্থ এই স্টেশনটিতে মেট্রোরেল থামছে। তবে প্রথম দিনে স্টেশনটিতে যাত্রীদের উপস্থিতি তেমন একটা ছিল না। সংশ্লিষ্টরা বলছেন, ‘উত্তরা সেন্টার স্টেশন এলাকায় মানুষের বসবাস কম থাকায় যাত্রীর সংখ্যা কম।’
আরেফিন (২৫) নামে এক যাত্রী বলেন, ‘মেট্রোরেলে ঘুরতে এসেছি। মেট্রোরেলে চড়ে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করছি। খুব কম সময়ে চলাচলের জন্যে মেট্রোরেল ভালো মাধ্যম।’ শিহাবুল ইসলাম নামে আরেক যুবক বলেন, ‘এ এলাকায় দীর্ঘদিন ধরে বাস করি। কিন্তু বাস বা অন্য গণপরিবহন ব্যবস্থা ভালো ছিল না। মেট্রোরেল হওয়ায় যাতায়াত সুবিধা তৈরি হয়েছে।’
এ বিষয়ে বিষয়ে উপ-প্রকল্প ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, ‘উত্তরা সেন্টার স্টেশনটি আজকে চতুর্থ স্টেশন হিসেবে চালু করা হয়েছে। যাত্রী চাহিদা বিবেচনায় ধীরে ধীরে সব স্টেশন খুলে দেওয়া হচ্ছে।’
এর আগে মেট্রোরেলের তিনটি স্টেশন চালু করা হয়েছে। এটি নিয়ে মেট্রোর চার স্টেশন থেকে যাত্রী পরিবহন করা হচ্ছে। বাকি স্টেশনগুলো আগামী মাসের মধ্যে ধাপে ধাপে উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক জানিয়েছেন, প্রথমে মেট্রোরেলের দুটি স্টেশন খুলে দেওয়া হয়েছিল। ১ মার্চ মিরপুর-১০ স্টেশন খুলে দেওয়া হবে। এটি হবে পঞ্চম স্টেশন।
উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৬ প্রকল্পটি হাতে নেওয়া হয় ২০১২ সালে। এর প্রথমাংশের উদ্বোধন করা হয় ২০২২ সালে। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু হওয়ার কলা ২০২৩ সালের শেষ দিকে আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর পরিকল্পনা রয়েছে।