প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
মুরারীকাটি হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকমন্ডলীদের বিদায় সংবর্ধনা
কামরুল হাসান: কলারোয়ায় মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকমন্ডলীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রধান জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমানুল্যাহ আমানের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুস্তক প্রকাশক সমিতির সভাপতি ও কলারোয়া উপজেলার ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামসহ শিক্ষকমন্ডলী ও কর্মচারীগণ। বিদ্যালয়ের বিদায়ী শিক্ষকমন্ডলী হলেন- মো. আবু বক্কর সিদ্দিক, প্রয়াত আলী হোসেন ও মো. রেজাউল ইসলাম।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.