আইয়ুব আলী: গত ৪ই ডিসেম্বর বিকাল ৪টায় মুন্সীগঞ্জ হরিনগর বাজার বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাবলু রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হরিনগর বনশ্রী শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, হরিনগর বাজার মসজিদের ইমাম মাওলানা মো. মোস্তফা কামাল, আবু সাঈদ পাঞ্জাখানা মসজিদের ইমাম বুলবুল রহমান, কারী মোঃ আলাউদ্দিন, প্রাক্তন ইউপি সদস্য ফজলু রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বনির্ভর অর্থনৈতিক বেকার জনশক্তিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে অর্থনীতিকে শক্তিশালী করা এবং সুন্দরবনের বিকল্প আয়ের পথ সৃষ্টি করে কৃষি ও শিল্প বিপ্লব ঘটিয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা। অসহায় দিনমজুর গরীব মধ্যম আয়ের ব্যাক্তিদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নূরী আলম।