
আব্রাহাম লিংকন: শ্যামনগরের মুন্সীগঞ্জে ১ মাসের শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ২ দিনেও থানায় কোন অভিযোগ হয়নি। এমন একটা ১ মাসের শিশুর রহস্যজনক মৃত্যুতে কেন থানায় কোন অভিযোগ হয়নি? এমন প্রশ্ন সাধারণ মানুষের মুখে মুখে। পরিবাবের দাবী জিনে এমন কাজ করছে। শ্যামনগরের মুন্সীগঞ্জে ১ মাসের শিশু সন্তান রহস্যজনক পুকুরে মৃত্যু অবস্থায় উদ্ধার করেছে গত ১২ জুলাই দুপুরে মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের বেলাল হোসেন দীর্ঘদিন ধরে আমিনুরের বাড়িতে ঘর জামাই হিসাবে বসবাস করে আসছে। বেলাল শ্রমিক হিসাবে ঢাকাতে কর্মরত অবস্থায় রয়েছে । ঘটনার দিন রাতে বেলালের স্ত্রী আফরোজা খাওয়া দাওয়া শেষে ১ মাসে শিশু সন্তানকে নিয়ে ঘুমাতে যায়। অন্যদিকে বড় ছেলেকে নিয়ে নানি আছিয়া পাশের বাড়িতে ঘুরতে যায়। পাড়ার মহিলাদের আবদার নাতনি দেখতে যাবে। আনমানিক ৪ টার দিকে আবদার পুরনে বাড়িতে এসে দেখে মেয়ের পাশে শিশু সন্তান নেই। বাড়ির সামনে পুকুরে ভাসতে দেখা যায়। এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিয়ে শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি কিছুই জানি না। তবে কিভাবে ১ মাসে শিশু পুকুরে গেলো এই নিয়ে এলাকায় গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এমন রহস্যজনক মৃত্যুতে শ্যামনগর থানাকে অবগত না করে লাশ দাফনের কার্যক্রম করছে তার পরিবার। অন্যদিকে শিশুর নানা আমিনুর বলেন, কিভাবে এমন ঘটনা ঘটেছে আমরা কেউ জানি না। তবে গুনিনের কাছে গিয়ে জানতে পারলাম জিন শিশুকে পুকুরে ফেলে দিয়েছে। আমরা এই জন্য প্রশাসনকে জানাইনি। তবে পরিবার থেকে এখনও পর্যন্ত শ্যামনগর থানায় কোন অভিযোগ হয়নি।