
ভ্রাম্যমান প্রতিবেদক,শ্যামনগর: মুন্সীগঞ্জ কুলতলীতে ভূমিহীনদের চিরস্থায়ী বন্দবস্ত বিলান জমি দখল করে খাল খনন করার অভিযোগ উঠেছে। বেসরকারি সংস্থা সিএনআরএস এ বিলান জমি দখল করে খাল খনন করেছে। এ ঘটনায় জমির মালিক ভূমিহীন কৃষপদ মন্ডল ও তার স্ত্রী বাদী হয়ে ২৩ শে ফেব্রুয়ারি সাতক্ষীরা আদালতে একটি মামলা করে।
মামলা সুত্রে জানা যায়, ১৯৯০ সালে মুন্সীগঞ্জ মৌজার ১ নং খতিয়ানের জে,এল,নং ৮১। ৯৩৮ দাগের ৬৫শতক খাস জমি ভূমিহীন হিসাবে সরকারি নিয়ম অনুযায়ী বন্দোবস্ত নেয়। দীর্ঘ ৩০ বছর ধরে ভোগ দখল করছে কৃষ্ণপদ ও তার স্ত্রী। সম্প্রতি ১৭ ফেব্রুয়ারি বেসরকারি সংস্থা সিএনআরএস কৃষি জমি জলবদ্ধতা নিরসনের লক্ষে বন্দোবস্ত বিলান জমিতে খাল খনন শুরু করে। বেআইনি ভাবে খাল খনন করলে কৃষ্ণপদ বাঁধা দিলে তাকে তোয়াক্কা না করে খাল খনন চালিয়ে যায়। খনন কাজ বন্ধ রাখতে আদালতের মাধ্যমে বেসরকারি সংস্থা সিএনএসআর এর নির্বাহী পরিচালক মোকলেছুর রহমানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। তারপরেও আদালতের এই নিষেধ অমান্য করে জোরপূর্বক দখল করে খনন কাজ ছালিয়ে যাচ্ছে।
কৃষ্ণ পদ বলেন,এই জমির সকল কাগজ পাতি আমার নামে।আমি এক জন ভূমিহীন দীর্ঘ দিন ধরে ধান চাষ করে ছেলে মেয়ে মানুষ করে আসছি। আমাকে না জানিয়ে সি এন আর এস দখল করে খাল খনন করছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা করেছি।আদালত থেকে কাজ বন্ধের নোটিশও দিয়েছে কিন্তু কাজ বন্ধ করছে না। আমি এর সুষ্ট মিমাংসা চাই।
মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, তিন থেকে চার হাজার মানুষে কৃষি জমির পানি নিস্কাষনের জন্য গই খাল খনন করছে সি এন আর এস। ডিসি স্যার এসে খাল খনন উদ্বোধন করেন। সেখানে কৃষ্ণ পদ তার অভিযোগের বিষয় বলেন। তখন ডিসি স্যার ইউএনও স্যারকে তাদের একটি বিকল্প জাগার ব্যাবস্থা করার কথা বলেন।কিন্তু আমাদের দাবি ভূমিহীন কৃষ্ণ পদকে বিকল্প জমির ব্যাবস্থার জন্য ডিসি স্যার কাছে অনুরোধ রাখব।
খাল খননের বিষয়ে মুন্সীগঞ্জ ভূমি কমকতা আইনুল হক বলেন, খালটি বন্দোবস্ত দেওয়া কিন্তু খাল খননের বিষয়ে কোন লিখিত পারমিশন আমার কাছে আসিনি।মামলার বিষয় তিনি বলেন, আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে তার জবাব দেব। শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মোহাম্মদ শহিদুল্লাহ বলেন,আমি নতুন এসেছি বিষয়টা আমার জানা নেই। তবে বন্দবস্ত জমির অনুমতিতো আমরা দিতে পারি না। বিষায় টা খতিয়ে দেখা হবে। ভূমিহীন কৃষ্ণপদ ও তার পরিবারের দাবি তাদের বন্দোবস্তের ফেরত দেওয়ার জন্য জেলা প্রসাশকের হস্তক্ষেপ কামনা করছে।