
জি, এম, নজরুল ইসলাম: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে মুন্সিগঞ্জ বাজারে সরকারি জায়গায় সংশ্লিষ্ট তহশিলদারকে ম্যানেজ করে উপজেলার সংশ্লিষ্ট অফিসারদের দোহাই দিয়ে সরকারি নীতিমালা ভঙ্গ করে পাকা ঘর নির্মাণ করছে পূর্ব ধানখালী গ্রামের ধীরেন্দ্রনাথ এর পুত্র হিমাংশু মন্ডল। জানা যায় সরকারি নিয়ম অনুযায়ী ২০ বর্গ মিটার জমিতে সেমি পাকা করে দোকান ঘর নির্মাণ করতে হবে, কিন্তু সে তানা করে বিশাল ভবন হাঁকিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ২০ বর্গ মিটার ছাড়া আরো অনেক জায়গা বেশি নিয়ে সেমিপাকা পরিবর্তে আরসিসি করে পিলার উঠিয়ে পাকা ঘর নির্মাণ করছে যা আইন বিরোধী।
বাজারের বিভিন্ন দোকানদার ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী জানা যায়, মুন্সিগঞ্জ বাজারে হিমাংশু মন্ডল সরকারি আইন বিরোধী ২০ বর্গ মিটারের বেশি জায়গা নিয়ে পাকা ঘর নির্মাণ করছে।
এ বিয়ে ঘর মালিকের সাথে কথা হলে তিনি বলেন, আমার কাগজ আছে হরিনগর তহশীল দার জানে।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আব্দুল হাই সিদ্দিকী বলেন আমি তহশীলদারকে দোকান ঘরের কাজ বন্ধ রাখার জন্য বলে দিয়েছে।
এলাকার সুধী মহলের বক্তব্য, যে সমস্ত দোকান ঘর নির্মাণ চলছে,উক্ত ঘর গুলোর অতিরিক্ত জায়গা বের করে অন্যের নামে সরকারি নিয়ম অনুযায়ী বরাদ্দ দেওয়া হলে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব পাবে।